২০২৫ সালের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় যুক্ত হতে যাচ্ছে 'জুলাই গণঅভ্যুত্থান' কোটা। ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত এই কোটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এটি অনুমোদিত হলে আগামী বছরের ভর্তি কার্যক্রম থেকেই কার্যকর হবে। বর্তমানে ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরের জন্য সংরক্ষিত রয়েছে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের সংখ্যা কমে যাওয়ায় বিদ্যমান কোটাব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। পাশাপাশি, ভর্তির সময়সীমা নির্ধারণ, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন ও কারিগরি শিক্ষার প্রসারে নানা পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়েছে। ২০২৫ সালে একাদশে প্রায় সাড়ে ২০ লাখ আসন খালি থাকার সম্ভাবনা থাকায় শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।