৫০ ঘণ্টা ধরে অনশনে চবির ৯ শিক্ষার্থী, অসুস্থ হয়ে হাসপাতালে ৩
প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। এরইমধ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত অনশন কর্মসূচির ৫০ ঘণ্টা পেরিয়েছে। তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বাকি ছয়জন শিক্ষার্থীও স্যালাইন লাগিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন।