Web Analytics

নীলফামারী জেলায় ২০২৫–২০২৬ অর্থবছরে আগাম জাতের সরিষায় বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত বীজ ও সরকারি প্রণোদনার কারণে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ৯ হাজার ২৩ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও তা ছাড়িয়ে প্রায় ১১ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। আলু চাষে লোকসান হওয়ায় অনেক কৃষক এবার সরিষা চাষে ঝুঁকেছেন, কারণ এতে খরচ কম এবং লাভ বেশি।

কৃষকেরা জানান, বারী-০৯, ১৪, ১৫, ১৮ ও টোরী-০৭ জাতের সরিষা চাষে ভালো ফলন পেয়েছেন। সরিষা চাষে সেচ ও নিড়ানি কম লাগে, ফলে খরচও কম হয়। সরিষার খড় জ্বালানির কাজে লাগে এবং উৎপাদিত তেল পরিবারের চাহিদা মেটায়। জেলা কৃষি কর্মকর্তা জানান, প্রণোদনার আওতায় উন্নতমানের বীজ সরবরাহ করায় ফলন বেড়েছে।

এই সাফল্যে কৃষকেরা উৎসাহিত হচ্ছেন এবং অনেকে আগামী মৌসুমেও সরিষা চাষ বাড়ানোর পরিকল্পনা করছেন।

20 Jan 26 1NOJOR.COM

আলুর লোকসানের পর নীলফামারীতে আগাম সরিষায় কৃষকের বাম্পার ফলন

নিউজ সোর্স

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক | আমার দেশ

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২: ৩৮আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২: ৫৭
জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীতে এ বছর আগাম জাতের সরিষার বাম্পার ফলন হয়েছে। বর্তমানের সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। কম সময়ে ভালো ফলন ও ভাল