Web Analytics

ইসলামী ছাত্রসেনা নেতা ও ইমাম রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়। মুরাদপুরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে মিশে হেলমেট পরিহিত ও দেশীয় অস্ত্রধারী কিছু যুবক অবরোধকারীদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। হামলায় সংগঠনের অন্তত ৫০ নেতাকর্মী আহত হন। এছাড়া ষোলশহর থেকে পুলিশ ১০ অবরোধকারীকে আটক করে।

06 May 25 1NOJOR.COM

ইমাম রইস হত্যাকারীদের বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও আটক ১০

নিউজ সোর্স

চট্টগ্রামে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও আটক ১০

গাজীপুরে ইসলামী ছাত্রসেনা নেতা ও ইমাম রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। এ সময় যানজটে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।