ইসলামী ছাত্রসেনা নেতা ও ইমাম রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়। মুরাদপুরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে মিশে হেলমেট পরিহিত ও দেশীয় অস্ত্রধারী কিছু যুবক অবরোধকারীদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। হামলায় সংগঠনের অন্তত ৫০ নেতাকর্মী আহত হন। এছাড়া ষোলশহর থেকে পুলিশ ১০ অবরোধকারীকে আটক করে।