হঠাৎ কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়, ঘটনা কী?
পঞ্চগড়ে হঠাৎ করেই দেখা দিয়েছে ঘন কুয়াশা। গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের মধ্যেই এমন ঘন কুয়াশা পড়ায় চমকে গেছেন স্থানীয়রা।
চলমান তীব্র গরমের মধ্যেই মঙ্গলবার ভোরে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে যায় পঞ্চগড়, যা অবাক করেছে স্থানীয়দের। প্রাকভোর থেকে সকাল ৮টা পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যায়, যদিও তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অনেকেই জানান, গ্রীষ্মকালে এমন আবহাওয়া আগে দেখেননি। আবহাওয়াবিদরা জানান, বাতাসে ধুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় কুয়াশা তৈরি হয়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১৪ জুন থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ, যা তাপপ্রবাহ থেকে স্বস্তি আনতে পারে।
গ্রীষ্মের মাঝেই পঞ্চগড়ে ঘন কুয়াশা, অবাক স্থানীয়রা
পঞ্চগড়ে হঠাৎ করেই দেখা দিয়েছে ঘন কুয়াশা। গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের মধ্যেই এমন ঘন কুয়াশা পড়ায় চমকে গেছেন স্থানীয়রা।