চলমান তীব্র গরমের মধ্যেই মঙ্গলবার ভোরে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে যায় পঞ্চগড়, যা অবাক করেছে স্থানীয়দের। প্রাকভোর থেকে সকাল ৮টা পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যায়, যদিও তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অনেকেই জানান, গ্রীষ্মকালে এমন আবহাওয়া আগে দেখেননি। আবহাওয়াবিদরা জানান, বাতাসে ধুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় কুয়াশা তৈরি হয়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১৪ জুন থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ, যা তাপপ্রবাহ থেকে স্বস্তি আনতে পারে।