ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে। আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র এবং যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, গ্রেফতার ৬২ জনের মধ্যে সিলেটে ১৭, খুলনায় ৩১, গাজীপুরে ৪, কক্সবাজারে ১, চট্টগ্রামে ১, কুমিল্লায় ৪ এবং নারায়ণগঞ্জে ৪ জন রয়েছেন।