Web Analytics

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার জানানো হয়, ফিলিস্তিন প্রসঙ্গে সংহতি আন্দোলনের সময় সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে কোকাকোলার ডিলারের গুদামে গিয়ে কোমল পানীয় ধ্বংসের হুমকি প্রদান ও গুদামে হামলার চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছেন হামদাদ শরীফ রাইয়ান, মো. জহির, মো. রিয়াদ ও মো. সুজন। খুলনা নগরীর বাটা শোরুম ও কেএফসি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মাটিয়ার গ্রামের বাসিন্দা সাফায়েত মজুমদার, কাপ্তান বাজার এলাকার জিহাদ হোসেন, শাসনগাছা এলাকার আবু বকর সিদ্দিক আসলাম। আরেকজনের নাম নিশ্চিত করে বলতে পারেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।