Web Analytics

দক্ষিণ আফ্রিকার উপকূলে খাদ্যাভাবের কারণে ৬০ হাজারেরও বেশি আফ্রিকান পেঙ্গুইন মারা গেছে বলে এক গবেষণায় জানা গেছে। ‘ওস্ট্রিচ: জার্নাল অব আফ্রিকান ওরনিথোলজি’-তে প্রকাশিত গবেষণায় বলা হয়, ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে ডাসেন দ্বীপ ও রবিন আইল্যান্ডে প্রজননকারী পেঙ্গুইনের ৯৫ শতাংশেরও বেশি বিলুপ্ত হয়ে যায়। জলবায়ু পরিবর্তন ও অতিমাত্রায় মাছ শিকার সার্ডিন মাছের সংখ্যা কমিয়ে দিয়েছে, যা পেঙ্গুইনের প্রধান খাদ্য। ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষকরা জানান, একই ধরণের হ্রাস অন্যান্য এলাকাতেও দেখা যাচ্ছে। গত ৩০ বছরে আফ্রিকান পেঙ্গুইন প্রজাতির সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমেছে এবং ২০২৪ সালে তাদের ‘অতিসংকটাপন্ন’ প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে প্রজননক্ষম জোড়ার সংখ্যা ১০ হাজারেরও কম। সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনে সার্ডিনের ডিম ছাড়ার হার কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

05 Dec 25 1NOJOR.COM

দক্ষিণ আফ্রিকায় সার্ডিন সংকটে খাদ্যাভাবে ৬০ হাজারের বেশি আফ্রিকান পেঙ্গুইনের মৃত্যু

নিউজ সোর্স

খাবার না পেয়ে মারা গেল ৬০ হাজার পেঙ্গুইন

দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী এলাকায় ৬০ হাজারের বেশি পেঙ্গুইন খাদ্যের অভাবে মারা গেছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আফ্রিকান পেঙ্গুইনদের অন্যতম প্রধান খাদ্য সার্ডিন মাছ কমে যাওয়ায় এ বিপর্যয় ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গবেষণায় বলা হয়,