দক্ষিণ আফ্রিকার উপকূলে খাদ্যাভাবের কারণে ৬০ হাজারেরও বেশি আফ্রিকান পেঙ্গুইন মারা গেছে বলে এক গবেষণায় জানা গেছে। ‘ওস্ট্রিচ: জার্নাল অব আফ্রিকান ওরনিথোলজি’-তে প্রকাশিত গবেষণায় বলা হয়, ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে ডাসেন দ্বীপ ও রবিন আইল্যান্ডে প্রজননকারী পেঙ্গুইনের ৯৫ শতাংশেরও বেশি বিলুপ্ত হয়ে যায়। জলবায়ু পরিবর্তন ও অতিমাত্রায় মাছ শিকার সার্ডিন মাছের সংখ্যা কমিয়ে দিয়েছে, যা পেঙ্গুইনের প্রধান খাদ্য। ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষকরা জানান, একই ধরণের হ্রাস অন্যান্য এলাকাতেও দেখা যাচ্ছে। গত ৩০ বছরে আফ্রিকান পেঙ্গুইন প্রজাতির সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমেছে এবং ২০২৪ সালে তাদের ‘অতিসংকটাপন্ন’ প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে প্রজননক্ষম জোড়ার সংখ্যা ১০ হাজারেরও কম। সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনে সার্ডিনের ডিম ছাড়ার হার কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।