৬ মাসে ৩১ আগ্নেয়াস্ত্র, ৫৫ বোমাসহ ৭০ ডাকাতকে আটক করল কোস্টগার্ড
গত ছয় মাসে অভিযান চালিয়ে ৩১ আগ্নেয়াস্ত্র, তিনটি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড গুলি, ১০ রাউন্ড ব্লাঙ্ক গোলা, তিনটি সাউন্ড গ্রেনেড, ১২টি ককটেল, ৪৩টি হাত বোমা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময়ে ৭০ জন ডাকাতকেও আটক করেছে তারা।