বুধবার সকালে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ জানান, গত ছয় মাসে অভিযান চালিয়ে ৩১ আগ্নেয়াস্ত্র, তিনটি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড গুলি, ১০ রাউন্ড ব্লাঙ্ক গোলা, তিনটি সাউন্ড গ্রেনেড, ১২টি ককটেল, ৪৩টি হাত বোমা জব্দ করেছে কোস্টগার্ড। সাথে ৭০ জন ডাকাতকেও আটক করেছে। তিনি বলেন, সুনীল অর্থনীতির সম্পদ গড়ে তুলতে ও উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪৪ কোটি টাকা ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়েছে।