বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না: দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২ থেকে ১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কি হলো না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮ হাজার গ্রামবাংলার মানুষের রায় এক নয়। দেশের সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।