Web Analytics

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২ থেকে ১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কি হলো না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮ হাজার গ্রামবাংলার মানুষের রায় এক নয়। দেশের সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তিনি বলেন, তফশিল ঘোষণা হলেই সবাই দেখতে পাবে দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরও বলেন, গত ১৭ বছর বাংলাদেশে সবচেয়ে বেশি জেল, জুলুম গুম ও হত্যা-সন্ত্রাসের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ কীভাবে বিএনপির সব রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। খালেদা জিয়াকে কীভাবে আওয়ামী লীগ বাড়ি ছাড়া করেছে, তার দুই ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করেছে। দেশের মানুষ এসব ভুলে যায়নি। আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় যাবে বিএনপি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।