চীন-ভারতও ধনী দেশ, তারাও মানবিক সহায়তা করুক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র আর বিশ্বব্যাপী মানবিক সহায়তার ক্ষেত্রে এককভাবে সবচেয়ে বেশি ভার বহন করবে না। যেহেতু চীন ও ভারতও ধনী দেশ, তারাও সহায়তায় অংশগ্রহণ করুক। এমনটাই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাশাপাশি, তিনি মিয়ানমারে ভূমিকম্পের পর অন্যান্য ধনী দেশগুলোকেও দেশটিতে সহায়তা দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। খবর এনডিটিভি ও বিবিসির।