Web Analytics

যুক্তরাষ্ট্র আর বিশ্বব্যাপী মানবিক সহায়তার ক্ষেত্রে এককভাবে বেশি ভার বহন করবে না। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যেহেতু চীন ও ভারতও ধনী দেশ, তারাও সহায়তায় অংশগ্রহণ করুক। তিনি মিয়ানমারে ভূমিকম্পের পর সহায়তায় ধনী রাষ্ট্রগুলোকে সহায়তা করতে আহ্বান জানান। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সাহায্য ৯০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেন। এর মানবিক সহায়তা ও অনেক সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্র মিয়ানমারে ভূমিকম্পের পরে ধীরগতি দেখিয়েছে এমন অভিযোগ অস্বীকার করে রুবিও বলেছেন, মিয়ানমার ‘কাজ করার জন্য খুব একটা সহজ জায়গা নয়’, কারণ ক্ষমতাসীন সামরিক জান্তা যুক্তরাষ্ট্রকে পছন্দ করে না এবং যেভাবে তারা চায় সেভাবে দেশটিতে কাজ করতে বাধা দেয়।

06 Apr 25 1NOJOR.COM

চীন-ভারতও ধনী দেশ, তারাও মানবিক সহায়তা করুক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!