Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধ সংঘটিত হয়। এ নিয়ে মামলাসমূহের মধ্যে কিছু মামলায় সম্প্রতি চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিট দাখিলকৃত মামলাসমূহের (আইসিটিতে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে সোমবার একটি কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি; বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি; জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত শহিদ পরিবারের একজন সদস্য ও একজন আইনজীবী; আইন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন মানবাধিকার কর্মী এবং আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর। প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে এবং উক্ত সমস্যা নিরসনের লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট প্রেরণ করবে; কমিটি এর কার্যক্রমের অগ্রগতি ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে এবং মামলার ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ করবে।

Card image

নিউজ সোর্স

গণঅভ্যুত্থানের হত্যা মামলার কার্যক্রম গতিশীল করতে কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী চলমান ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধ সংঘটিত হয়। এসব অপরাধের অভিযোগে দায়ের মামলাসমূহের মধ্যে কিছু মামলায় সম্প্রতি চার্জশিট দাখিল করা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।