Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধ সংঘটিত হয়। এ নিয়ে মামলাসমূহের মধ্যে কিছু মামলায় সম্প্রতি চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিট দাখিলকৃত মামলাসমূহের (আইসিটিতে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে সোমবার একটি কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি; বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি; জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত শহিদ পরিবারের একজন সদস্য ও একজন আইনজীবী; আইন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন মানবাধিকার কর্মী এবং আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর। প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে এবং উক্ত সমস্যা নিরসনের লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট প্রেরণ করবে; কমিটি এর কার্যক্রমের অগ্রগতি ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে এবং মামলার ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।