Web Analytics

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে প্রাপ্ত বৈদেশিক ঋণের দুই-তৃতীয়াংশই আগের ঋণ পরিশোধে ব্যয় হয়েছে বলে জানিয়েছে ইআরডি। মোট প্রাপ্ত $৫.৬ বিলিয়নের মধ্যে $৩.৭৮ বিলিয়ন আগের দায় পরিশোধে গেছে। আগের বছরের তুলনায় ঋণ ছাড় কমেছে ২০% এবং পরিশোধ বেড়েছে ২৩%। দুর্বল প্রকল্প বাস্তবায়নের কারণে নতুন ঋণের অর্থছাড়ও ধীর। উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে প্রায় ৩১%। রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও ঋণচাপ বেড়েছে এবং আগামী বাজেটে বৈদেশিক ঋণের চাহিদাও কমেছে।

Card image

নিউজ সোর্স

ইআরডির প্রতিবেদন: প্রাপ্ত ঋণের ৬৭ ভাগই গেছে আগের দায় পরিশোধে

বাংলাদেশের অর্থনীতিতে অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে সরকারকে। প্রতি মাসেই আগের নেওয়া ঋণ পরিশোধের চাপ বাড়ছে। চলতি অর্থবছরের ১১ মাসে বিদেশি ঋণের যে পরিমাণ অর্থছাড় হয়েছে তার ৬৭ ভাগই চলে গিয়েছে আগের দায় পরিশোধে। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।