Web Analytics

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে প্রাপ্ত বৈদেশিক ঋণের দুই-তৃতীয়াংশই আগের ঋণ পরিশোধে ব্যয় হয়েছে বলে জানিয়েছে ইআরডি। মোট প্রাপ্ত $৫.৬ বিলিয়নের মধ্যে $৩.৭৮ বিলিয়ন আগের দায় পরিশোধে গেছে। আগের বছরের তুলনায় ঋণ ছাড় কমেছে ২০% এবং পরিশোধ বেড়েছে ২৩%। দুর্বল প্রকল্প বাস্তবায়নের কারণে নতুন ঋণের অর্থছাড়ও ধীর। উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে প্রায় ৩১%। রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও ঋণচাপ বেড়েছে এবং আগামী বাজেটে বৈদেশিক ঋণের চাহিদাও কমেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!