এমবাপ্পের পেনাল্টিও বাঁচাতে পারল না রিয়ালকে, শীর্ষে উঠে গেল বার্সা
বার্সেলোনায় রিয়াল মাদ্রিদ পা রেখেছিল জয় নিয়ে শীর্ষে উঠে যাওয়ার আশা নিয়ে। তবে জিরোনা তাদের সে আশা পূরণ হতে দেয়নি। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিও রিয়ালকে রক্ষা করতে পারেনি। জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অবশ্য হারেনি, তবে জিততেও পারেনি, ১-১ গোলে ড্র করেছে দলট