লা লিগায় শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। জিরোনার মাঠে ১-১ গোলে ড্র করায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে। প্রথমার্ধের শেষ দিকে আজেদিন উনাহির দুর্দান্ত শটে লিড নেয় জিরোনা। কিলিয়ান এমবাপ্পের একটি গোল হাত দিয়ে বল নিয়ন্ত্রণের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে রিয়াল আক্রমণ বাড়ালেও ভিনিসিয়ুস জুনিয়রের অফসাইডে গোল বাতিল হয়। ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করলেও জয়ের দেখা পায়নি রিয়াল। ফলে বার্সেলোনা এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়ে গেছে। ১২ পয়েন্ট নিয়ে জিরোনা এখন অবনমন অঞ্চলে থাকলেও বড় দলের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে।
এমবাপ্পের পেনাল্টিতেও জিরোনার সঙ্গে ১-১ ড্র, শীর্ষে রইল বার্সেলোনা