বাজেটে জন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: নাহিদ ইসলাম
নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যে বাজেট ঘোষণা করেছে তাতে বৈষম্য নিরসন এবং জুলাই অভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটেনি। এতে জন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এর মাধ্যমে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে প্রভাব পড়বে না।