এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যে বাজেট ঘোষণা করেছে তাতে বৈষম্য নিরসন এবং জুলাই অভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটেনি। এতে জন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এর মাধ্যমে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে প্রভাব পড়বে না। তিনি বলেন, বর্তমান সময়ে যেসব অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো তারা মোকাবেলা করতে পেরেছে। তবে আমরা যে বৈষম্যহীন সমাজের কথা বলছি, বাজেটে সেটা আসেনি। কালো টাকা সাদা করার সমালোচনা করে তিনি বলেন, এ সুযোগ অনৈতিক এবং জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের পরিপন্থি। আরো বলেন, দেশে বেকারত্ব একটা বড় সমস্যা। কিন্তু বাজেটে বেকারদের কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পায়নি। নাহিদ বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমিয়ে প্রায় অর্ধেকে নামানো হয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, ই-কমার্স বা ডিজিটাল ট্রানজেকশনের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এটা একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে। আরো বলেন, জুলাই অভুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টাকাটা যেন যথাযথভাবে খরচ করা হয়।