বিএনপি কর্মীকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ
সুনামগঞ্জের ব্যবসায়ী ও বিএনপির সক্রিয় কর্মী নাসির মিয়াকে ঢাকায় ডিবি কার্যালয়ে নিয়ে অমানুষিক নির্যাতন ও পাঁচ লাখ ৭৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নাসির মিয়া তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের আকতার হোসেনের ছেলে এবং উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী।