সুনামগঞ্জের বিএনপি কর্মী নাসির মিয়া অভিযোগ করেছেন, হাইকোর্টে মামলা লড়তে ঢাকায় গেলে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয় এবং পাঁচ লাখ ৭৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। তিনি দাবি করেন, যাদুকাটা-১ বালুমহাল বৈধভাবে ইজারা পাওয়ার পর সাবেক ইজারাদার ও আওয়ামী ঘনিষ্ঠ রতন মিয়ার নেতৃত্বে একটি চক্র আদালতে মামলা করে এবং পরবর্তীতে বিএনপি নেতা মাহবুবুর রহমানও ইজারায় অংশ দাবি করেন। ভাগাভাগির শর্তে সম্মত হলেও মাহবুব আদালতে মামলা চালিয়ে যান। ২৫ জুন ঢাকায় গেলে রতন, মাহবুব ও তাদের সহযোগীদের সহায়তায় ডিবির কিছু সদস্য তাকে তুলে নেয় এবং হুমকি দেয় যেন তিনি মামলা না চালান।