Web Analytics

বিএনপি নেত্রী নার্গিস বেগম বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে নার্গিস বেগম বলেন, দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করে আমরা সাময়িক মুক্তি পেয়েছি। বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছে। যার মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। বর্তমান সরকার এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে। কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ সময়, বিএনপির নেতাকর্মীদের নিজেদের ভেতর বিভেদ না রেখে একত্র হয়ে সতর্ক থেকে সকল অপতথ্য রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

02 Sep 25 1NOJOR.COM

দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করে আমরা সাময়িক মুক্তি পেয়েছি। বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছে: নার্গিস

নিউজ সোর্স

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: নার্গিস বেগম

একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর মৎস্যজীবী দল কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।