Web Analytics

বিএনপি নেত্রী নার্গিস বেগম বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে নার্গিস বেগম বলেন, দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করে আমরা সাময়িক মুক্তি পেয়েছি। বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছে। যার মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। বর্তমান সরকার এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে। কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ সময়, বিএনপির নেতাকর্মীদের নিজেদের ভেতর বিভেদ না রেখে একত্র হয়ে সতর্ক থেকে সকল অপতথ্য রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।