Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ২০২৩ সালের তুলনায় এ বছর ইলিশ আহরণ ৩৮–৪৮% কমেছে। নদীদূষণ, জলবায়ু পরিবর্তন ও অমৎস্যজীবীদের ক্ষতিকর জাল ব্যবহারের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজ-এ তিনি খাতভিত্তিক সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্ব দেন। দেশে-বিদেশের ৬০০-রও বেশি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন এ সম্মেলনে, যেখানে টেকসই মৎস্য ও একোয়াকালচারের জন্য উদ্ভাবনী সমাধানের ওপর আলোকপাত করা হয়।

Card image

নিউজ সোর্স

ইলিশ কম পাওয়ার কারণ জানালেন মৎস্য উপদেষ্টা

নদীদূষণ, জলবায়ু পরিবর্তন ও নানা কারণে চলতি বছর ইলিশ আহরণ আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তার ভাষ্যমতে, চলতি মৌসুমে ইলিশ আহরণ গত বছরের তুলনায় ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।