Web Analytics

ইসরাইলি বাহিনীর কথিত হত্যাচেষ্টার জবাবে হামলা আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন ইয়েমেনি সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ আব্দুলকরিম আল-গামারি। তিনি সতর্ক করেছেন, শেষ পর্যন্ত তেলআবিবকে গাজায় আগ্রাসন থামাতে বাধ্য করা হবে। ইসরাইল দাবি করেছে, সানায় বিমান হামলায় সিনিয়র ইয়েমেনি কর্মকর্তারা নিহত হয়েছেন। এ নিয়ে গামারি বলেন, হামলায় বেসামরিক এলাকাকে লক্ষ্য করা হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেছেন, প্রাণহানি বা নেতৃত্ব হারানোর পরও গাজাকে সমর্থন থেকে ইয়েমেন পিছিয়ে আসবে না।

Card image

নিউজ সোর্স

ইসরাইলে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর

দখলদার গণহত্যাকারী ইসরাইলি কর্তৃপক্ষের কথিত হত্যাচেষ্টার দাবির জবাবে ইসরাইলে ইয়েমেনি হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। একই সঙ্গে, শেষ পর্যন্ত গাজায় গণহত্যা বন্ধ করতে তেলআবিবকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।