ইসরাইলি বাহিনীর কথিত হত্যাচেষ্টার জবাবে হামলা আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন ইয়েমেনি সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ আব্দুলকরিম আল-গামারি। তিনি সতর্ক করেছেন, শেষ পর্যন্ত তেলআবিবকে গাজায় আগ্রাসন থামাতে বাধ্য করা হবে। ইসরাইল দাবি করেছে, সানায় বিমান হামলায় সিনিয়র ইয়েমেনি কর্মকর্তারা নিহত হয়েছেন। এ নিয়ে গামারি বলেন, হামলায় বেসামরিক এলাকাকে লক্ষ্য করা হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেছেন, প্রাণহানি বা নেতৃত্ব হারানোর পরও গাজাকে সমর্থন থেকে ইয়েমেন পিছিয়ে আসবে না।