Web Analytics

সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টরা এমপিওভুক্তির আশ্বাস দিলেও তা কার্যকর করা হয়নি! উক্ত সময়ের মধ্যে কার্যকরের পদক্ষেপ গ্রহণ না হলে আগামী শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Card image

নিউজ সোর্স

এমপিওভুক্তির দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম শিক্ষকদের

সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।