সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টরা এমপিওভুক্তির আশ্বাস দিলেও তা কার্যকর করা হয়নি! উক্ত সময়ের মধ্যে কার্যকরের পদক্ষেপ গ্রহণ না হলে আগামী শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।