অন্তর্বর্তী সরকারের প্রেস উইংকে যে অনুরোধ করলেন জুলকারনাইন
ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে উত্তাল ভারত। বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত ও নিহতের খবরও পাওয়া গেছে। ওয়াকফ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ অবস্থায় ভারতে গরু সহিংসতা ও বিজেপি-আরএসএসের হাতে কতজন মুসলিম/বৌদ্ধ/ খ্রিস্টান ধর্মের অনুসারী নিহত হয়েছেন- তার একটা তালিকা তৈরির অনুরোধ করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অনুরোধ করেন তিনি।