Web Analytics
সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লিখেছেন, সরকারের প্রেস উইংকে অনুরোধ করছি; আপনারা অনুগ্রহ করে গত ১ বছরে ভারতে "Cow Vigilante" এবং বিজেপি-আরএসএস গং এর হাতে কতজন মুসলিম/বৌদ্ধ/ খ্রিস্টান ধর্মের অনুসারী নিহত হয়েছেন, তার একটা তালিকা তৈরি করুন এবং নিন্দা-পত্র আদলে Chief Adviser GOB কার্যালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ‍্যমে বিবৃতি আকারে প্রকাশ করুন। আরও উল্লেখ করেন, প্রতিটি ঘটনায় নিহতদের নাম, যে কারণে তাদের হত্যা করা হয়েছে তার বিস্তারিত, তারিখ, স্থান, জড়িত ব্যক্তিসহ উল্লেখ করবেন। প্রেস উইংয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন সাংবাদিক আছেন যারা এই কাজটি বেশ সহজেই করতে পারবেন।

Card image

Related Videos

logo
No data found yet!