নির্বাচন কমিশনের পদত্যাগ, হচ্ছে না চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের বাকি আছে পাঁচ দিন। প্রার্থীদের প্রচারণায় যখন মাঠ সরগরম ঠিক সেই সময় নির্বাচন আয়োজনে গঠিত নির্বাচন কমিশন পদত্যাগ করেছে।
চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ৫দিন আগে পদত্যাগ করেছে নির্বাচন কমিশন, মঙ্গলবার বিকেলে সবাই একযোগে পদত্যাগ করেন। বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এই ঘটনা ঘটে।১১ই ফেব্রুয়ারি গঠন করা হবে এডহক কমিটি। ১৩২ বছরের ইতিহাসে এই প্রথম ঘটেছে এমন ঘটনা। আগামী ২ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করা হবে দায়িত্ব। নির্বাচনে অংশগ্রহণ করা দুইটা প্যানেলের গঠনতন্ত্র বিরোধী দাবিতে অটল থাকায় নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নেয় কমিশন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের বাকি আছে পাঁচ দিন। প্রার্থীদের প্রচারণায় যখন মাঠ সরগরম ঠিক সেই সময় নির্বাচন আয়োজনে গঠিত নির্বাচন কমিশন পদত্যাগ করেছে।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।