চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ৫দিন আগে পদত্যাগ করেছে নির্বাচন কমিশন, মঙ্গলবার বিকেলে সবাই একযোগে পদত্যাগ করেন। বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এই ঘটনা ঘটে।১১ই ফেব্রুয়ারি গঠন করা হবে এডহক কমিটি। ১৩২ বছরের ইতিহাসে এই প্রথম ঘটেছে এমন ঘটনা। আগামী ২ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করা হবে দায়িত্ব। নির্বাচনে অংশগ্রহণ করা দুইটা প্যানেলের গঠনতন্ত্র বিরোধী দাবিতে অটল থাকায় নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নেয় কমিশন।