বিদেশ থেকে এসে কুরবানির ঈদ করা হলো না শিশু আররাবের
কুরবানি ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে দুবাই থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে গ্রামের বাড়িতে আসে ছয় বছর বয়সি শিশু সাজিদুল করিম আবরার। তবে, দেশে ঈদ করা হলো না এ শিশুর। পুকুরের পানিতে ডুবে মারা গেছে শিশুটি।