ঈদুল আজহা উপলক্ষে দুবাই থেকে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় গ্রামের বাড়িতে এসেছিল ছয় বছর বয়সী সাজিদুল করিম আবরার। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পেছনের পুকুরে ডুবে মারা যায় সে। পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্প্রতি পরিবারটি দুবাই থেকে দেশে ফিরে ঢাকায় অবস্থান করছিল। ঈদ উদ্যাপনের জন্য একদিন আগে গ্রামের বাড়িতে যায় তারা। সেখানে ঘটল মর্মান্তিক এ দুর্ঘটনা।