হাইকোর্টের নির্দেশ: সিলেট-বান্দরবনের ১৭ পাথর কোয়ারিতে হবে টেকসই ইকো-ট্যুরিজম
সিলেট ও বান্দরবনের ১৭টি পাথর কোয়ারিতে পরিবেশবান্ধব টেকসই ইকো-ট্যুরিজম হিসেবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। জায়গাগুলোর মধ্যে সিলেট জেলার ৭টি (জাফলং, শাহ আরেফিন টিলা, ভোলাগঞ্জ, উৎমাছড়া, শ্রীপুর, বিছনাকান্দি এবং লোভাছড়া) এবং বান্দরবান জেলার ১০টি ঝিরি-ছড়া রয়েছে।