Web Analytics

সিলেট ও বান্দরবনের ১৭টি পাথর কোয়ারিতে পরিবেশবান্ধব টেকসই ইকো-ট্যুরিজম হিসেবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য তিন মাসের মধ্যে মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। আদালত খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর ডিজি, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট ও বান্দরবনের ডিসিকে এ নির্দেশনা দেন। জায়গাগুলোর মধ্যে সিলেট জেলার ৭টি এবং বান্দরবান জেলার ১০টি ঝিরি-ছড়া রয়েছে। এ সময় আদালত বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অসাংবিধানিক, অবৈধ ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুলে পাথর কোয়ারিগুলোকে কেন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা এবং ইকো-ট্যুরিজম হিসেবে রক্ষা ও ব্যবস্থাপনার নির্দেশ প্রদান করা হবে না তাও জানতে চান আদালত। এ ছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণের সাথে জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের, পাথর উত্তোলনের ক্ষতিকর প্রভাব নিরূপণের এবং ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ কেন প্রদান করা হবে না তাও জানতে চান আদালত। এছাড়া প্রশাসনকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।