Web Analytics

বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন এপ্রিলের শুরুতেই হলে তেমন কোনো সমস্যা হবে না। তিনি তারিখের চেয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন। অতীতে ভোটের নামে প্রহসনের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি ঐক্যের আহ্বান জানান। ২০০৮ সালের পর যারা নতুন ভোটার হয়েছেন তারা এখনো ভোট দিতে পারেননি উল্লেখ করে তিনি গণতান্ত্রিক পরিবেশ, জবাবদিহিমূলক সরকার এবং দায়িত্বশীল বিরোধী দল চেয়েছেন।

09 Jun 25 1NOJOR.COM

২০২৬ সালের নির্বাচন এপ্রিলেই হলে বড় কোনো সমস্যা নয়: মারুফ কামাল খান

নিউজ সোর্স

‘এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে খুব সমস্যা হওয়ার কথা নয়’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, আগামী বছর ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস। সেটা চৈত্র মাসের দ্বিতীয়ার্ধ। ঈদুল ফিতর হবে ১৯ বা ২০ মার্চ। এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ মে মাসে। কাজেই খুব সমস্যা হওয়ার কথা নয়।