বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন এপ্রিলের শুরুতেই হলে তেমন কোনো সমস্যা হবে না। তিনি তারিখের চেয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন। অতীতে ভোটের নামে প্রহসনের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি ঐক্যের আহ্বান জানান। ২০০৮ সালের পর যারা নতুন ভোটার হয়েছেন তারা এখনো ভোট দিতে পারেননি উল্লেখ করে তিনি গণতান্ত্রিক পরিবেশ, জবাবদিহিমূলক সরকার এবং দায়িত্বশীল বিরোধী দল চেয়েছেন।
২০২৬ সালের নির্বাচন এপ্রিলেই হলে বড় কোনো সমস্যা নয়: মারুফ কামাল খান