সাত মাস নিখোঁজ ১২ যুবক, সাগরে নাকি ডাঙায় জানে না পরিবার
দরিদ্র পরিবারের ছেলে সজিব সরদার ভাগ্য ফেরানোর আশায় ইতালি যাওয়ার জন্য গত বছরের ১৮ অক্টোবর দেশ ছাড়েন। পরিবারের ভাষ্য অনুযায়ী, স্থানীয় দালাল গোলাম মাহাবুব আলম বোরহানের সাথে ১৬ লাখ টাকা করে মৌখিক চুক্তিতে সে এবং তার চাচাতো ভাই রাকিব সর্দার একই সঙ্গে দেশ ত্যাগ করে। কিন্তু পরবর্তী সময়ে তাদের লিবিয়ার জোহারা এলাকায় মাফিয়ার কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে দুই দফা বিক্রির পর নির্যাতন থেকে রেহাই পেতে ভিটেমাটি বিক্রি করে ৪৬ লাখ টাকা দেন সজীব। কিন্তু শেষ রক্ষা হয়নি, নির্যাতনে গত ১৯ মার্চ তার মৃত্যু হয়।