ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে অবৈধ পথে দেশ ছাড়ার পর সাত মাস ধরে নিখোঁজ ১২ বাংলাদেশি যুবকের কোনো সন্ধান নেই। পরিবারগুলোর সঙ্গে তাদের আর যোগাযোগ হয়নি, তাঁরা জীবিত না মৃত, তাও নিশ্চিত নয়। জানা গেছে, লিবিয়ার একটি বন্দিশিবিরে ছিল তারা এবং পরে একটি বোটে ইতালির উদ্দেশে যাত্রা করে। নিখোঁজ যুবকদের একজন সজীব সরদার নির্যাতনে মারা যান, তার লাশ দেশে ফেরত এসেছে। পরিবারগুলো স্থানীয় দালালদের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলেছে এবং মানবপাচার রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
ইতালির পথে সাত মাস নিখোঁজ ১২ বাংলাদেশি যুবক, পরিবারের সঙ্গে যোগাযোগ নেই