চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের জট
ঈদের আজহার লম্বা ছুটির কবলে পড়েছে চট্টগ্রাম বন্দর। সময়মত পণ্য ডেলিভারি না নেয়াসহ আমদানিকারকদের অনাগ্রহে পণ্য খালাস কার্যক্রমও ব্যহত হচ্ছে। ফলে পণ্যবাহী জাহাজের চাপ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় নির্ধারিত সময়ে পণ্য খালাস করতে আমদানিকারকদের চাপাচাপি করেও কোনো সুফল পাচ্ছে না বন্দর কর্তৃপক্ষ।