ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে চট্টগ্রাম বন্দরে শতাধিক পণ্যবাহী জাহাজ আটকে পড়েছে, পণ্য খালাসে বিলম্ব ও আমদানিকারকদের অনাগ্রহে জট তৈরি হয়েছে। সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অকার্যকর অবস্থাও পরিস্থিতিকে জটিল করেছে। বন্দর কর্তৃপক্ষের চেষ্টার পরও স্বাভাবিক হারে ডেলিভারি হচ্ছে না। বন্দরের ইয়ার্ডে বর্তমানে ৪০ হাজারের বেশি টিইইউএস কনটেইনার জমে আছে, ফলে ডেমারেজ খরচ ও জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম বাড়ছে। কর্তৃপক্ষ আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছে, তবে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও রয়েছে।
ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে পণ্যজট