যে কারণে এলটিটিইর টার্গেট হন রাজীব গান্ধী
১৯৯১ সালের ২১ মে ভারতের তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এই হত্যাকাণ্ডের পেছনে ছিল শ্রীলঙ্কাভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল এলাম (এলটিটিই)। কিন্তু প্রশ্ন থেকেই যায়—কেন এলটিটিই’র নিশানায় পরিণত হয়েছিলেন রাজীব গান্ধী?