ঢাকা বিমানবন্দরে আগুন, গোয়েন্দা প্রতিবেদন ঘিরে সন্দেহ
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা বিমানবন্দর) ও চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এসব ঘটনাকে ‘নিছক দুর্ঘটনা’ বলে মানতে রাজি নন। ঢাকায় বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনার পর সরকারের বিবৃতিতেই ‘নাশকতা’, ‘জনমনে আতঙ্ক’ কিংবা ‘বিভাজন সৃষ্টির’ মতো শব্দগুলোর ব্যবহার অনেকের দৃষ্টি কেড়েছে। বিমানবন্দরে আগুন নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা প্রতিবেদন ঘিরে সন্দেহ আরও দানা বাঁধতে শুরু করেছে।